‘সাতগাছিয়ার পাহাড় চূড়ায় পীরানপীরের আস্তানা’ বিষয়ে সাতগাছিয়া দরবার শরীফের উদ্যোগে বড়পীর হযরত আবদুল কাদের জীলানী (ক.) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ডা. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ ছুফি সৈয়দ আবু নুরুল আতাহার বিল্লাহ (কানুন) সুলতান পুরী (ম.জি.আ.)। উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ সাহাদ আহমেদ, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাইছার হামিদ। প্রধান আলোচক ছিলেন আল্লামা ইব্রাহিম আলকাদেরী। উপস্থিত ছিলেন শাহজাদা মো.আবুল ফজল সাইফুল্লা। বক্তারা বলেন, অলিগণের সান্নিধ্যে মানুষের আকিদা পবিত্র ও মজবুত হয়। আকিদা ছহি হলে আল্লাহর নিকট এবাদত কবুল হয়। আকিদা শুদ্ধ হওয়া এবাদত কবুলের পূর্বশর্ত। বিজ্ঞপ্তি