আকবরের সেঞ্চুরির পরও হারলো বাংলাদেশ

1

স্পোর্টস ডেস্ক

রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছিলো বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। গতকাল বুধবার জিতলেই এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করে ফেলতো আকবর আলীর দল। তবে সেটি হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেট দল। বুধবার ১০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান তোলে। কঠিন লক্ষ্যে খেলতে নেমে ৫৩ রানে সাজঘরে ফেরেন ওপেনার মাহফিজুর ইসলাম রবিন (১০) ও তিন নম্বরে নামা রায়হান রাফসান (৯)। তৃতীয় উইকেটে আরিফুল ইসলামের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে আউট হন জিসান। তার আগে অবশ্য হাফ সেঞ্চুরি করেন তিসিন। ৩৪ বলে ৫ চারে খেলেন বিস্ফোরক ৫০ রানের ইনিংস। এরপর একাই লড়েছেন আকবর আলী। ৪৫ ওভার পর্যন্ত দলকে চালকের আসনে রাখেন তিনি। ৪৯.৪ ওভারে ৩২২ রানে অলআউট হয় বাংলাদেশ। আকবর করেছেন সেঞ্চুরি। ১১০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১৩১ রানের ইনিংস খেলেন যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এর বাইরে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান খেলেন ৩৭ রানের ইনিংস। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে রিপন মন্ডল, মারুফ মৃধা ও মাহফিজুর রহমান রাব্বি প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। রিজওয়ান নেন একটি উইকেট।