চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করেছে। তারা ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনের কারণে মানুষ এখনো কষ্ট পাচ্ছে। গত ১৫ বছরে প্রতিটি সেক্টরে তারা সিন্ডিকেট গড়ে তুলেছিল। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও তাদের গড়ে যাওয়া সিন্ডিকেট এখনোও অক্ষত রয়ে গেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
তিনি আরোও বলেন, আমরা চাই দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে। যেখানে দেশের মানুষ অন্তত দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে থাকবে। দীর্ঘ ১৬ বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধের আকাঙ্খা বাস্তবায়িত হবে।
১৯ ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে ৪নং চান্দগাঁও ওয়ার্ডস্থ ফরিদের পাড়া ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া। ৪নং চান্দগাঁও ওয়ার্ড বি ইউনিট বিএনপির সাবেক সভাপতি আবু নাছের জুনুু’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাছির উদ্দিন, মো. শহীদুজ্জামান, মো. আলমগীর, ইউসুফ আলী লিটন, মো. আবছার, আব্দুল্লাহ আল মামুন, ইসহাক জয়, জালাল উদ্দিন, কবির আহমদ, মো.আলম, মো. শহীদ, আরিফুর রহমান হিরু, দিদারুল আলম, মো. ফিরোজ, মো. হাকিম, মো. প্রমুখ। বিজ্ঞপ্তি