লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন না। অন্যায়ভাবে অন্যের জায়গা-জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেন না। শেখ হাসিনা জনগণের কন্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। ১৭ বছর দেশের মানুষ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল। অনেক খুন, ঘুম ও নির্যাতনের পর ৫ আগস্টের বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি। ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো নেতাকর্মী রেহাই পায়নি। মামলা হয়েছে দেড় লাখ, আসামি ৬০ লাখ। আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।
৯ নভেম্বর সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা যুবদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা ও করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম. আবুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাহাদুর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মকছুদুর রহমান, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি প্রমুখ। আলোচনা সভা শেষে দলের দুঃসময়ে কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।