‘আউলিয়া কেরামের সোহবত আদর্শিক জীবন গঠনের অনুপ্রেরণা’

0

আমির ভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রাণপুরুষ হযরত আমিরুল আউলিয়া মাওলানা শাহসূফী সৈয়দ আমিরুজ্জমান শাহ (ক.)-এর পৌত্র পীরে কামেল মুর্শিদে বরহক মমতাজুল মোহাদ্দেসীন হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী সুলতান সৈয়দ আবু ইউছুফ শাহ্ আমিরভান্ডারী (ক.)’র মহান বেছাল বার্ষিকী ওরশ শরীফ গত শনিবার জশনে ঈদে মিলাদুন্নবী (স) আমির ভান্ডারী মাহফিলের মধ্য দিয়ে আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ছদারত ও আখেরি মোনাজাত পরিচালনা করেন আউলাদে আমিরুল আউলিয়া রাহনুমায়ে শরীয়ত ও তরীকত মুর্শিদে বরহক গাউছিয়া আমিরিয়া খলিল মনজিল, আমির ভান্ডার শরীফ পটিয়া, চট্টগ্রামের গদীনশীন হযরত মাওলানা সৈয়দ আমির উদ্দীন শাহ আমিরভান্ডারী (ম.)। আউলাদে পাকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহছূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী, শাহসূফি আসরার আমিরী, মাহফিলে তাকরীর পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতী জহিরুল ইসলাম ফরিদী (ম.জি.আ.) খতিব, হাসনাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ,ঢাকা। হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুফতী সাইফুল ইসলাম বারী (ম.জি.আ.) শাহাজাদা, বারীয়া দরবার শরীফ, বাহারসিগন্যাল, চান্দগাঁও, চট্টগ্রাম,হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইলিয়াস আল কাদেরী (ম.জি.আ.) খতিব, আমির ভান্ডার মল্ল বাড়ী জামে মসজিদ।
বক্তারা বলেন, আউলিয়া কেরামের সোহবত লাভের মাধ্যমে আলোকিত আদর্শিক মুমিন হিসেবে গড়ে উঠা সম্ভব। বিশ্বব্যাপী তরবারি দিয়ে নয়, আউলিয়া কেরামের আধ্যাত্মিক সাধনা ও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনার আলোকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। তারা বিশ্বের চলমান যুদ্ধ বন্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব মানবতার অগ্রদূত হজরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুস্মরণের আহবান জানান। বিজ্ঞপ্তি