আউটসোর্সিং কর্মীরা প্রচলিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত

9

বাংলাদেশ আউটসোর্সিং শ্রমিক-কর্মচারী ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সভা ৮ জুন শুক্রবার বিকাল ৪ টায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক সংগ্রাম পরিষদ এর নেতা মো. মামুন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বক্তব্য রাখেন বাংলাদেশ আউটসোর্সিং শ্রমিক-কর্মচারী ফেডারেশন এর সহ সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, সহ সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ তাজুল, সদস্য অমর কুমার দাশ, সদস্য সবুজ চন্দ্র মজুমদার প্রমুখ। সভায় বক্তরা বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় পাঁচ লাখ শ্রমিক-কর্মচারী আউটসোর্সিং হিসাবে কর্মরত। এই সকল শ্রমিক কর্মচারীরা দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী প্রাপ্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে আমরা যে মজুরি পাই তা দিয়ে ১৫ দিনও চলা যায় না। এক দেশে দুই নীতি কেউ পাবে বাঁচার মত মজুরি সহ সকল সুযোগ সুবিধা আর আউটসোর্সিং কর্মরতরা করছে মানবেতর জীবন-যাপন। তাই এক দেশে দুই নীতি আমরা মানি না। আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। সার্ভিস সহ সকল-শ্রমিক কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ করতে হবে।
অন্যথায় সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং শ্রমিক- কর্মচারীরা আন্দোলন নামতে বাধ্য হবে। সাথে সাথে সকল আউটসোর্সিং শ্রমিক-কর্মচারীদেরকে দাবি আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানানো হয়। বিজ্ঞপ্তি