বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ফের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ডিসেম্বরের সেরার লড়াইয়ে ভারতীয় পেসারের সঙ্গী অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসন। গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা, দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো এমলাবা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।