আইসিসির মাসসেরা মিরাজ

1

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। দারুণ এই অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন বাংলাদেশি এই ক্রিকেটার।
গতকাল নিজেদের ওয়েবসাইটে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করে আইসিসি। যেখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে হারিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজজুড়ে মিরাজ ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান। আর বল হাতে নিয়েছেন ১১.৮৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট।