আইসিসির আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

2

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দুনিথ ভেল্লালাগের। তারই স্বীকৃতি পেলেন তিনি। ছেলেদের ক্রিকেটে আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। নারী ক্রিকেটের মাস সেরা হয়েছেন তারই স্বদেশী হার্শিতা সামারাবিক্রমা। ঘরের মাটিতে গত মাসে ভারতকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা। সিরিজে বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ১০৮ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন ভেল্লালাগে। আর তাতেই তিনি পেলেন আইসিসির পুরস্কার। শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিস, প্রবাথ জয়সুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস জেতেন। মাসসেরা হওয়ার পথে ভেল্লালাগে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজকে। নারীদের ক্রিকেটে গত মাসে সামারাবিক্রমা দুই টি-টোয়েন্টিতে ১৫১ রান এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান করেন।