আইসিএসবির চট্টগ্রাম শাখা ও চট্টগ্রামের প্রথম ব্যাচ উদ্বোধন

2

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) চট্টগ্রাম শাখার উদ্বোধন এবং চট্টগ্রামের চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার সিডিএ অ্যাভিনিউ প‚র্ব নাসিরাবাদে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে উল্লেখযোগ্য সংখ্যক অতিথি, আইসিএসবির সদস্য এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন, যা আইসিএসবির সমপ্রসারণ প্রচেষ্টার একটি গুরুত্বপ‚র্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন। তিনি দীর্ঘদিনের প্রতিক্ষিত চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠার ক্ষেত্রে জোরালোভাবে উদ্যোগ নেওয়ার জন্য কাউন্সিলের প্রশংসা করেন এবং নিরলস প্রচেষ্টার জন্য চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রামের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং এই দিনটিকে আইসিএসবির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন। ভাইস প্রেসিডেন্ট এ কে.এম. মুশফিকুর রহমান, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য সেলিম আহমেদ, অলি কামাল, মো. শরিফ হাসান, মোহাম্মদ হারুন আর রশীদ, আবুল ফজল মোহাম্মদ রুবায়াত, মোহাম্মদ শফিকুল ইসলাম ভ‚ঁইয়া, মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। তারা চার্টার্ড সেক্রেটারি পেশার গুরুত্ব ও এর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করেন। চার্টার্ড সেক্রেটারি পেশাকে একটি অনন্য ধারা হিসেবে উল্লেখ করে, পরিশেষে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সৈয়দ মনজুর কাদের, ড. মো. আসাদুজ্জামান,অধ্যাপক ফাহমিদা আখতার, অধ্যাপক উৎপল চন্দ্র শীল, অধ্যাপক মো. আমিরুল আনোয়ার চৌধুরী, অধ্যাপক সৌরভ কুমার বড়ুয়া, ড. মোহাম্মাদ তৌহিদুর রহমান, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক মো. রাকিবুল ইসলাম মায়শান। চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির সদস্য মো. রিয়াজুল হক শিকদার, রাজীব সাহা, এ এম এম মাইনুদ্দিন মজুমদার, মো. শামিবুর রহমান ও আইসিএসবির অন্যান্য সদস্যগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি