আইয়ুব খান ও শামসুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

1


উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত আইয়ুব খান ও শামসুল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিআরবি মাঠে শুরু হয়েছে। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সাবেক কাউন্সিলর আলহাজ এম এ মালেক। এ সময় টুর্নামেন্টের আহবায়ক ফিরোজ খানসহ আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) ৪১ রানে চট্টগ্রাম স্কোয়াডকে পরাজিত করে। টসে জিতে সিসিএ প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রানের টার্গেট দেয়। সিসিএ ব্যাটার রনি ৬টি ছক্কা, ৩টি চারের সাহায্যে মাত্র ২৬ বলে ৫১, সোহান ২৫ ও সাদাফ ২০ রান করেন। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম স্কোয়াড ১২৪ রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ রান সংগ্রাহক (তৌকির) ৫১ রান, ৩৭ বল, ২টি ছক্কা এবং ৮টি চার, আজমাইন ১৪ রান, ১৫ বল এবং ইকবাল ১৪ রান, ২০ বল। চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির বোলার রোহান ৪ ওভার ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।