চট্টগ্রাম দক্ষিণ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.ইব্রাহিম চৌধুরী বলেছেন, উদ্যোক্তা হচ্ছে ব্যবসায়ীদের পথপ্রদর্শক। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন উদ্ভাবন বা প্রযুক্তিকে পণ্য বা সেবায় রূপান্তর করেন তিনি উদ্যোক্তা। ব্যবসায়ীদের উদ্দেশ্য মূলত মুনাফা অর্জন হলেও উদ্যোক্তারা কঠোর পরিশ্রম করে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দেয়। তিনি ১২ এপ্রিল সকালে সাতকানিয়া উপজেলা আইবিডব্লিউএফ -এর উদ্যোগে উপজেলার কেরানিহাটের সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইব্রাহিম চৌধুরী আরও বলেন, উদ্যোক্তারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে অত্যন্ত সচেতন। তাই ব্যবসা ও শিল্প কারখানা স্থাপন এবং উৎপাদন তাদের (উদ্যোক্তা) ছাড়া কল্পনা করা যায় না। উদ্যোক্তাদের সাধারণ মানুষ থেকে একটু ভিন্নভাবে ভাবতে হয়। তাদের বৈশিষ্ট্যও গতানুগতিক ধারার বাইরে হতে হবে। তারা মেধাবী ও বুদ্ধিমত্তার অধিকারী, সততা ও ন্যায়পরায়ণ, ঝুঁকি গ্রহণের মানসিকতা, লিডারশিপ স্কিল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, নমনীয়তা, সমন্বয় করার ক্ষমতা ও বিচক্ষণ হয়ে থাকে।
আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা সভাপতি আবুল কালাম আযাদের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডবিøউএফ’র সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম ও উপজেলা উপদেষ্টা সাবেক ছাত্র নেতা তারেক হোসাইন। মতবিনিময় সভার উদ্বোধন করেন- আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি আমান উল্লাহ।
সংগঠনের সাতকানিয়া উপজেলার সেক্রেটারি দিদারুল আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারি এস এম কামারুজ্জামান, সিটি ইউনিটের সভাপতি মো. সরওয়ার কামাল, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী মো. জসিম উদ্দিন, সদস্য মো. ইব্রাহিম চেয়ারম্যান, উপজেলার সহ-সভাপতি নুরুল ইসলাম রাজা, সহ-সেক্রেটারি সাইফুদ্দিন মো. খালেদ ও প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন। বিজ্ঞপ্তি