মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিরতি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে অজি অলরাউন্ডার তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে বেছে নেয়ার অনুরোধ জানান। বেঙ্গালুরু এরপর তার বিশ্রামে যাওয়ার বিষয়টি মেনে নেয়। চলতি আইপিএলে ম্যাক্সওয়েলের ফর্ম একেবারেই ভালো যাচ্ছিল না। ব্যাট হাতে ছয় ইনিংসে ৫.৩৩ গড়ে মাত্র ৩২ রান করেন। বুড়ো আঙুলের চোটের জন্য তিনি মাঠের বাইরে বসে থাকতে পারেন বলে জল্পনা ছিল। যদিও তিনি মাঠে নেমেছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মতো বেঙ্গালুরুরও যাচ্ছেতাই অবস্থা। সাত ম্যাচের ভেতর ফ্র্যাঞ্চাইজিটি ছয়টিতেই হেরেছে। সবশেষ অরেঞ্জ আর্মিদের কাছেও পরাজয়ের স্বাদ পায়। ম্যাচটির পর সোমবার ম্যাক্সওয়েল বিরতিতে যাওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেন।