আইপিএলে বাংলাদেশের কারো দল না পাওয়া মানে ‘অবস্থা ভালো নয়’

1

ক্রিকেটে পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর এখন আইপিএল। এখানে সুযোগ পাওয়ার চেষ্টা থাকে প্রায় সব খেলোয়াড়ের। কিন্তু এবারের আইপিএলে সুযোগ পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা মোস্তাফিজুর রহমানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল। আইপিএলের মেগা নিলামে সবমিলিয়ে ১২ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন বাংলাদেশ থেকে। তাদের কাউকেই নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এই ঘটনায় হতাশা আছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমেরও। বুধবার মিরপুরে এ নিয়ে কথা বলেন তিনি। ফাহিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’