আইপিএলে তামাক-মদের বিজ্ঞাপন নিষিদ্ধের আহবান

1

আইপিএলে সব ধরনের তামাক ও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ করার আহবান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা স্টেডিয়ামের ভেতরে ম্যাচ চলাকালীন এবং জাতীয় টেলিভিশন সম্প্রচারে কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিষেবা বিভাগের মহাপরিচালক (ডিজিএইচএস) অতুল গোয়েল এক সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমালকে। চিঠিতে তামাক ও মদের ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। যেখানে উল্লেখ করা হয়, ভারতে ক্যান্সার, ফুসফুসের রোগ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের অনেক রোগী রয়েছেন। ফলে এসব ক্ষতিকর দ্রব্যের বিস্তৃতি ঘটলে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। তিনি জানান, তামাক ও মদের ব্যবহার এই রোগগুলোর অন্যতম প্রধান কারণ। উল্লেখ্য, আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ।