‘আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে’

1

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাফর হায়দার বলেন, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৩ জুন বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাফর হায়দার বলেন, মানবাধিকার কর্মীদেরকে দেশের নিপীড়িত এবং জুলুমের শিকার মানুষের পাশে দাঁড়াতে হবে। মানব সেবায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রস্তুতি সভায় সঞ্চালনা করেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব নুরউদ্দীন খান সাগর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী কামরুল কায়েস, শিক্ষাবিদ আব্দুর রউফ সোহেল, মুকিম বিল্লাহ, আব্দুর রহমান সবুজ, বিলকিস বেগম, এম নাসির উদ্দিন জসিম প্রমুখ। বিজ্ঞপ্তি