আইনের শাসন ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার তাগিদ

2

‘সবার জন্য চাই ন্যায় বিচার ও মর্যাদা’ শ্লোগানে চারটি মানবাধিকার সংস্থা, সাংবাদিক আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে এক মানববন্ধন গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের আহব্বায়ক তাহেরা আক্তার শারমিনের সভাপতিত্বে এবং আইএইচআরসি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আওরঙ্গজেব খান সম্রাটের পরিচালনায় মানববন্ধনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার ও চট্টগ্রাম ডায়বেটিস হাসপাতালের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি বাংলাদেশ গ্লোবাল এম্বাসেডর লায়ন মতিউর রহমান সৌরভ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব সাংবাদিক এস এম কামরুল ইসলাম, ড. সাজ্জাদ হোসাইন ও এপিপি এডভোকেট আবু বকর সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সাধারণ সম্পাদক গীতিকার আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রোজী চৌধুরী, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, জানে আলম রনি, মো. জসীমউদ্দীন, মো. ইব্রাহিম, চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার ফাউন্ডেশনের পরিকল্পনা সম্পাদক মো. আব্দুর রউফ, দপ্তর সম্পাদক মো. নুরজামাল চৌধুরী, মতিয়ারপুর মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক জাহেদ আলী সর্দার, হাজী নওশাদ আলী সর্দার, মো. রহিম উল্লাহ, সাংবাদিক সমীরন পাল স্বাধীন বর্মন, ইঞ্জিনিয়ার আবু তৈয়ব নারীনেত্রী মনি আক্তার, নাজমা আক্তার, ফারজানা আক্তার, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, আমিনুল ইসলাম রিপন, মইনুদ্দিন আহমদ প্রমূখ।
সমাবেশ ও মানববন্ধনে বক্তারা সা¤প্রতিক সময়ে সারাদেশব্যাপী শিশু অপহরণ, মুক্তিপন আদায় ও শিশু হত্যাকাÐে গভীর উদ্বেগ প্রকাশ এবং পারিবারিক বিরোধের জেরে আফছার উল্লাহ ফারুক নামের একজন অসহায় দৃষ্টি প্রতিবন্ধীর বিরুদ্ধে তার সৎ মা কর্তৃক ডবলমুরিং থানায় ধর্ষণ অপচেষ্টা মামলা দায়েরের ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি