‘আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে জনগণ হতাশ’

1

কর্ণফুলী থানা এলডিপির মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান গত ৫ অক্টোবর আমির আহম্মদের সভাপতিত্বে ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর এলডিপি’র আহবায়ক ছৈয়দ গিয়াস উদ্দিন আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক বিএম সায়েদুল হক, কর্ণফুলী থানা এলডিপির নেতা মোহাম্মদ মুছা, মো. রুবেল প্রমূখ। প্রধান অতিথি বলেন, ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে নস্যাৎ করতে যে ষড়যন্ত্র এখনো বিদ্যমান রয়েছে তা অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে রুখে দিতে হবে। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে জনগণ হতাশ হয়ে পড়েছে। তাই সরকারের প্রতি অনুরোধ নিরপেক্ষতার সাথে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা প্রয়োজন। মোনাজাত ও সভাপতির সমাপনী বক্তব্যে সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি