চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক গুরুতর অসুস্থ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি পার্কভিউ হসপিটালের সিসিউতে চিকিৎসাধীন।
তার হঠাৎ অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখতে গেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
জানা গেছে, গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত চত্বরে সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীর অনুসারীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। সামগ্রিকভাবে এই পরিস্থিতির প্রেক্ষাপট ও মানসিক চাপে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ এই আইনজীবীর দ্রæত সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি