আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১১

1

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় করা মামলায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
গ্রেপ্তাররা হলেন, প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫),সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।
আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত কাজী শরীফের আদালতে আসামিদের হাজির করা হয়। আদালত আসামিদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আইনজীবী আলিফ খুনের মামলায় প্রধান আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।