আইএসডিই বাংলাদেশের উদ্যোগে দরিদ্রদের নগদ সহায়তা

1

বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় ২৬ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঘর মেরামত, আসবাবপত্র ও গৃহস্থলির উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাজ্জাদুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল হক, আইএসডিই বাংলাদেশের চকরিয়া উপজেলা ম্যানেজার এম জালাল উদ্দীন ও প্রজেক্ট অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৭টি পরিবারকে ঘর মেরামত করার জন্য নগদ ৭৭ হাজার টাকা করে ৫ লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা বিতরণ করেন। তিনি দরিদ্র ও গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেয়া ও গৃহ সংস্কারের জন্য সহায়তার হাত প্রসারিত করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বক্তব্যে আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে কক্সবাজারের বিভিন্ন দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার দরিদ্র মানুষের কল্যাণে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। চকরিয়া উপজেলার প্রান্তিক, পিছিয়েপড়া দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমাদের বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। বিজ্ঞপ্তি