বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স-এবং কেয়ার বাংলাদেশের উদ্যোগে আইএলও কনভেনশন-১৯০ অনুস্বাক্ষরে করণীয় ও নেটওয়ার্ক গঠনকল্পে এক সভা গত ৫ সেপ্টেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিল্স-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য ও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত। সভায় বিল্স-এলআরএসসি পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিভাগীয় শ্রমিক দলের সভাপতি শ্রমিক নেতা এ এম নাজিমউদ্দিন, বিল্স-এর সম্পাদক নাসরিন আক্তার ডিনা ও শামিম আরা, ইপসা-রমুহাম্মদ আলী শাহিন, ব্রাইট বাংলাদেশ ফোরামের সোহেল উদ্ দৌজা, ব্লাষ্ট-এর এডভোকেট তাসনিয়া আল্ সুলতানা, সংসপ্তকের জয়নাব বেগম মিতু, চট্টগ্রাম শ্রম আদালত আইনজীবি এডভোকেট মো. ইকবাল হোসেন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনের পক্ষে শ্রমিক নেতা শ ম জামাল উদ্দিন, কে এম শহীদুল্লাহ্, জাহেদ উদ্দিন শাহীন, নাসরিন আক্তার, শাহেনেওয়াজ চৌধুরী, নাজমা আক্তার, গুলজার বেগম ও শাহানা আক্তার বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন বিল্স-এর পাহাড়ী ভট্টাচার্য। সভায় বলা হয় শ্রমজীবী নারী পুরুষের প্রতি হয়রানী ও নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে বিল্স দীর্ঘদিন ধরে কেয়ার বাংলাদেশের সাথে কাজ করছে। ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা ও কর্মশালার আয়োজন, এডভোকেসি ও লবি, সচেতনতামুলক ও প্রচারণা কার্যক্রম, বিভিন্ন দিবস উদযাপন করা, লিফলেট, পোস্টার প্রকাশনা বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে অন্যতম। আইএলও কনভেনশন ১৯০ এবং এর রিকমেন্ডেশন ২০৬ কে আইনি সুরক্ষা হিসেবে ব্যবহারের মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি নিরসনই এ সকল কার্যক্রমের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি