ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ২৫ জুন সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে ‘লিভিং উইথ কোভিড-১৯ (সেফটি, সায়েন্স এন্ড সোস্যাল রেসপনসিবিলিটি) এন্ড কার্ডিওভাসকুলার প্রসিডিউর ইন বাংলাদেশ’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক ও বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিঃ বোর্ড অব ডিরেক্টর মিসেস আমেনা শাহীন উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব এ্যাপলাইড হেলথ সায়েন্স এর অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ জাবেদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিঃ এর প্রধান কার্ডিয়াক সার্জন ডা. সরওয়ার কামাল। কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ডা. সৈয়দ মোঃ জাবেদ বলেন, কোভিড-১৯ এর ভয়াবহতা এখন রিকভারি হয়েছে। তবে, এটি পুরোপুরি নির্মুল হবে না, বর্তমান সময়ে কোভিড আরো মারাত্মকভাবে বিশ্বে আবির্ভাব হতে চলেছে বলে উল্লেখ করেন। সেমিনারে অপর মূল প্রবন্ধ উপস্থাপন করে ডা. সরওয়ার কামাল বলেন, হৃদরোগ হলো মারাত্মক প্রাণহারী রোগ। হৃদপিন্ড মানুষের শরীরের প্রাণকেন্দ্রে অবস্থান করে সমস্ত শরীরের রক্ত সঞ্চালনের কাজ করে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, হৃদরোগসহ অনেক জটিলরোগের উন্নত চিকিৎসা ব্যবস্থার লক্ষে আধুনিক সরঞ্জামসহ প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে চিকিৎসা বন্দর নগরী চট্টগ্রামের অনেক বেসরকারি হাসপাতালে শুরু হয়েছে।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, মানুষের শারীরিক সুস্থতা আল্লাহ প্রদত্ত এক অশেষ নেয়ামত।
প্রশ্নোত্তর পর্বে প্রকৌশলী মোঃ নুরুল আলম, প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী মো: এমাদুল হক, প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী ফসিউল ইসলাম, প্রকৌশলী অহিদুল আলম টিটু অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মূল প্রবন্ধকারদ্বয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উর্ধতন প্রকৌশলী কর্মকর্তাবৃন্দ, কাউন্সিল সদস্যগণ এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।