ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৮ মার্চ বিকাল ৪টায় কেন্দ্রের কনফারেন্স হলে কম্পিউটার সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডবিøউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও ইআরসির এক্সিকিউটিভস ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর। সনদ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম জানান, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ, অটোক্যাড, টু-ডি, থ্রি-ডি, ইটাবস, এমএস প্রজেক্ট, পিএলসিসহ অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।
এসকল প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলীসহ অন্যান্য পেশাজীবীরা অত্যন্ত স্বল্প ফিতে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। তিনি কর্মস্থলে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।