আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ২৬৩তম সিন্ডিকেট সভা রবিবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, সদস্য ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, ইউজিসি প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফুর রহমান এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৬১তম সাধারণ সভা ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৬২তম বিশেষ সভার কার্য বিবরণ পাঠ করেন আইআইইউসি’র রেজিস্ট্রার এবং সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.)। সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন অনুষদের ডিন ক্যাটগরীর সদস্য সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ সামসুল আলম এবং বিভাগীয় চেয়ারম্যার ক্যাটাগরীর সদস্য হাদীস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম।
সভায় বিগত ২৬১তম ও ২৬২তম সিন্ডিকেট সভার কার্যবিবরণ পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একাডেমিক কাউন্সিল সভা, ফাইন্যান্স কমিটির সভা, ডিসিপ্লিন কমিটির সভা, পিএসপি সভা, নিয়োগ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়।
সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি বিষয়ক কমিটির প্রতিবেদন এবং আইআইইউসি কর্মকর্তাদের পদোন্নতির নীতিমালা পেশ করা হয়। এছাড়া বিনা অনুমতিতে ছুটি কাটানো এবং সাপ্তাহিক কর্মঘন্টা পূরণ না করলে করণীয়, বিনা অনুমতিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকা ইত্যাদি বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি











