আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার হলেন প্রফেসর ড. মাহবুবুর রহমান

1

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। গত ১৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩৩(১) অনুসারে আগামী ৪ বছর মেয়াদের জন্য প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের নিয়োগ রাষ্ট্রপতি ও আইআইইউসি’র চ্যান্সেলর অনুমোদন করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান আইআইইউসি’র ফিমেল একাডেমিক জোনের প্রধান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যানসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি