আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন আইআইইউসির উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা ৫ ডিসেম্বর নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
আইআইইউসির প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন ল’য়ার ব্যারিস্টার বদরে আলম দিদার, অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহেদ উদ্দীন মুহাম্মদ, চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনোয়ার শাহাদাত, বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক মোহাম্মদ আনছার উদ্দীন, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক শাহজাহান মুনির, মিনি ল’ স্কুলের প্রতিষ্ঠাতা এডভোকেট রায়হান সোবহান। সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইইউসির সহকারী অধ্যাপক ও এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আরিফুল হক, বাঁশখালী টাইমসের সম্পাদক ও নির্বাচন কমিশনার আবু ওবাইদা আরাফাত, আইআইইউসির সহকারী অধ্যাপক সৈয়দ নূর আল আজহারী। প্রতিষ্ঠাতা সভাপতি মুন্তাসির বিল্লাহ রাহাত ও বর্তমান সভাপতি মোহাম্মদ এনামের যৌথ সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন আমিনুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নেজামুল হক ও এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করেন অতিথিবৃন্দ। অতিথিদের সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা, এলামনাইদের মধ্যে উপহারসামগ্রী হস্তান্তর ও সবশেষে সম্মিলিত প্রীতিভোজের মধ্য দিয়ে মিলনমেলার আয়োজন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি