‘অ্যালামনাইরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম শক্তি’

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এর সাথে গতকাল ৭ জানুয়ারি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সমিতির জীবন সদস্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য আহমদ ইমরানুল আজিজ, প্রাক্তন তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ আইয়ুব, সমিতির নির্বাহী সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রেসের সেকশন অফিসার মো. দেলোয়ার হোছাইন ও সমিতির দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান তাঁর দফতরে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ঐতিহাসিক পট পরিবর্তনের পর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব গ্রহণ করি। এরপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করছি। অ্যালামনাইরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম শক্তি। তাঁদের পরামর্শ ও সহযোগিতাকে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ গুরুত্ব দিচ্ছে। তাঁদের অংশগ্রহণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারে। বিজ্ঞপ্তি