নিজস্ব প্রতিবেদক
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ‘ওয়াকাথন’ শিরোনামে হাঁটা কর্মস‚চির আয়োজন করেছে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম। গতকাল শুক্রবার সকাল ৭ টায় নগরীর প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে গিয়ে কর্মস‚চিটি শেষ হয়। ফেসবুক গ্রুপ উই ব্রাদার্স, রোড রানার্স ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ প্রায় ৫০০ শতাধিক মানুষ ‘ওয়াকাথন’ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সদস্যদের মেডেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ ও সুখী থাকতে হলে শরীরের যত্ন নিতে হবে, হার্টের যত্ন নিতে হবে। হার্ট ভালো রাখতে হাঁটার কোনো বিকল্প নেই। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃক আয়োজিত ‘ওয়াকাথন’ প্রোগ্রাম মানুষের মধ্যে হাঁটার অভ্যাস তৈরিতে ভ‚মিকা রাখবে। হাসপাতালটির আয়োজন সফল করায় আমি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছি।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক, সিইও ড. অনন্ত এন রাও, মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমদ, কার্ডিয়াক সার্জন ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাইফুর রহমান সোহেল, শিশু ও নবজাতক বিভাগের প্রধান ডা. ফয়সল আহমদ, পেডিয়াট্রিক হেমাটো অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. একে এম রেজাউল করিম, প্রধান বিপণন কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্যসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।