অ্যাডিলেডে জেমসের কনসার্ট

1

দেশের বাইরের কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছেন রকস্টার জেমস। আগামী ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড শহরে নরউড কনসার্ট হলে গাইবেন এই তারকা। ইতোমধ্যে চলছে প্রচার প্রচারণা। জেমসের অফিসিয়াল ফেসবুক পেজেও গাওয়ার বিষয়ে নিশ্চিত করে লেখা হয়েছে, ‘প্রাণের এডিলেয়ড। ভালবাসা নিও। দেখা হবে ১০নভেম্বর।’এর আগে গত ২ নভেম্বর মেলবোর্নেও কনসার্ট করেছেন জেমস। এতে জেমসের সঙ্গে আরও গেয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।
এদিকে গুঞ্জন এবারের বিপিএলের উদ্বোধনী আসরে গাইবেন জেমস। বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে বিষয়টি নিয়ে। এ বিষয়ে জেমসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন তাঁর ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিপিএল কর্তৃপক্ষ। এমন কিছু হলে তো অফিসিয়িালি জানানো হবে।