অ্যাটকিনসনের হ্যাটট্রিক জয়ের পথে ইংল্যান্ড

2

ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ রানে। তাতে জয়ের সুবাস পাচ্ছে সফরকারীরা। এর আগে দিনের শুরুতে হ্যাটট্রিক করে চমক দেখান গাস অ্যাটকিনসন।
৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে নিউজিল্যান্ড। মাত্র ১০ ওভারের মধ্যে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায়। অ্যাটকিনসন ও কার্স দুজনেই শিকার করেন ৪ উইকেট। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৫ রানের লিড নিয়ে।