অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালক নাঈম-শান্তা

1

দর্শকপ্রিয় অভিনেতা এফ এস নাঈম শোবিজে যাত্রা শুরু করেছিলেন সঞ্চালনা দিয়ে। একথা তিনি অনেকবার সাক্ষাৎকারে বলেছেন। এবার তাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় সঞ্চালক শান্তা জাহান। ‘কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’র (সিজেএফবি) ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান তাদের সঞ্চালনা করতে দেখা যাবে। দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, ‘সিজেএফবি’র ২৩তম এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে। ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং ‘সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ‘সিজেএফবি’ পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান।