অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

1

ফটিকছড়ি প্রতিনিধি

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভঁ‚জপুর থানাধীন কাজিরহাট বাজারে মো. রিয়াদের মালিকানাধীন বেকারীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের মালিককে এ অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও উৎপাদনের তারিখ, মেয়াদ উল্লেখ না করে বেকারি সামগ্রী উৎপাদন করায় একটি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা অর্থদন্ড; অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তবে দোকানের মালিক অর্থদন্ড প্রদান করেন এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয়ে অঙ্গীকারনামা দেন। দন্ডিত বেকারি মালিকের নাম মো. রিয়াদ, তিনি তাজুল ইসলামের ছেলে।
ভেজাল মুক্ত খাদ্য ও বাজার কারসাজি রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে গত ১৭ জুন উপজেলা সদরের ৩টি বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
জানা গেছে, ফেনী জেলার চেয়েও বড় ফটিকছড়ি উপজেলায় ৫০ টির উপর ছোট-বড় হাট-বাজার রয়েছে। অধিকাংশ বাজারকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মত কয়েক শতাধিক বেকারি গড়ে উঠেছে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রি করছেন এসব বেকারী মালিকগণ। মাঝে মধ্যে জরিমানা দিয়ে পার হয়ে যায় এসব মালিকরা- এমনটি জানান স্থানীয়রা। আবার উৎপাদন শুরু করে বাজারে বিক্রি করে থাকে বলেও মতামত দেন তারা। স্বাস্থ্যসম্মত খাদ্য পণ্য উৎপাদন করার জোর দাবি জানান স্থানীয়রা।