লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে দু’টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় মান্নানের মুদির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করে।আটককৃত দু’জন স্বামী-স্ত্রী- এমনটাই জানায় থানা পুলিশ।
আটক এই ডাকাত দম্পতি হলেন চট্টগ্রামের বাঁশখালীর গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর হিমছড়িপাড়া এলাকায় বসবাসকারী মো. মনজুর আলম (৫২) এবং তার স্ত্রী হাছিনা বেগম (৪০)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুর আলমের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং তার স্ত্রী হাছিনা বেগমের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের দু’জনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তারা দু’জন স্বামী স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনে চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় ডাকাতি করে পালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এদের মধ্যে মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।