পূর্বদেশ ডেস্ক
টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক আতাহারুল হক (১৯) ওই এলাকার বাসিন্দা। খবর বিডিনিউজের।
ওসি গিয়াস উদ্দিন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পূর্ব দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক সেখানে পৌঁছলে পুলিশ থামার জন্য নির্দেশ দেয়। তখন গাড়িতে থাকা এক ব্যক্তির কোমরে থাকা ছোট একটি প্যাকেট ফেলে পালিয়ে যান।
প্যাকেটটি উদ্ধার করে খুলে পাওয়া যায় দেশীয় তৈরি একটি বন্দুক। এছাড়া ইজিবাইকে থাকা আতাহারুল হকের দেহ তল্লাশি চালিয়ে ১০টি গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। আটক আতাহারুলের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।