লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ার চুনতিতে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে পর্যটকের মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
গতকাল শনিবার ভুক্তভোগী তাহান মিয়া স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানিয়েছেন। গত ৩১ অক্টোবর ভোর সাড়ে ৪ টার দিকে এই ঘটনাটি ঘটে।
একইদিন পাবনা জেলার আমিনপুর থানার বিরাহীমপুর পূর্ব পাড়ার মহির উদ্দিনের ছেলে পর্যটক তাহান মিয়া (২৪) অজ্ঞাতনামা ৬ জন দুষ্কৃতকারীকে আসামি করে লোহাগাড়া থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর পর্যটক তাহান মিয়া তার নিকটাত্মীয় রেজওয়ান শেখকে নিয়ে মোটরসাইকেলযোগে গাজীপুর সিটি কর্পোরশন এলাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরদিন ভোর ৪ টার দিকে লোহাগাড়ার চুনতি এলাকায় একটি হাইওয়ে রেস্টুরেন্টে তারা নাস্তা করেন। এরপর আবার যাত্রা শুরু করলে ২টি মোটরসাইকেল নিয়ে অজ্ঞাতনামা ৬ জন দুষ্কৃতকারী তাদের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা তাদের মোটরসাইকেল গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।