নিজস্ব প্রতিবেদক
নগরীর নিউ মার্কেট এলাকায় গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ‘অস্ত্রের যোগানদাতা’ হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ৮টার দিকে নগরীর সরকারি কমার্স কলেজ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অফিসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি দোনালা বন্দুক, শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে দলীয় প্যাড ও বিভিন্ন ব্যাংকের চেক বই। ডবলমুরিং থানা জোনের উপ পুলিশ কমিশনার হুমায়ুন কবির ভূঁইয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে নগরীর ডবলমুরিংসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, অস্ত্র ও মারামারির একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপু স্থানীয় সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী। অভিযোগ রয়েছে, গত বছরের ৪ আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় ছাত্র আন্দোলনের উপর হামলায় সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন এবং অস্ত্র যোগান দিয়েছেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আগ্রাবাদ কমার্স কলেজ রোডে একটি ভবনের ছয় তলায় তার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার অফিস কক্ষের সিলিং এর উপর থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। একই সাথে শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।











