অস্ট্রেলিয়ায় ভারতের ইতিহাস

34

আগের দিন বৃষ্টির ফাঁকে এক সেশনের মতো খেলা সম্ভব হয়েছিল। সিডনি টেস্টের পঞ্চম দিন মাঠেই নামতে পারলো না দুই দল। সিরিজের শেষ দিন ভেসে গেল বৃষ্টিতে। দারুণ টেস্ট সিরিজের শেষটা হলো সাদামাটা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জেতা ভারতের জন্য তা বর্ণিলই। চার ম্যাচের সিরিজে ড্র হলো কেবল সিডনি টেস্ট। অ্যাডিলেইড ও মেলবোর্নে জেতা ভারত ২-১ ব্যবধানে ঘরে তুললো সিরিজ। অবসান হলো তাদের ৭১ বছরের অপেক্ষার। উপমহাদেশের প্রথম দল হিসেবেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল বিরাট কোহলির দল। কুলদীপ যাদবের স্পিনে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৩২২ রানের লিড নিয়েছিল সফরকারীরা। চতুর্থ দিন অস্ট্রেলিয়া ৪ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে করে ৬ রান। ৩-১ ব্যবধানে সিরিজ জেতার হাতছানি ছিল কোহলিদের সামনে। সেই চেষ্টা করতে দিল না টানা বৃষ্টি। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় পঞ্চম দিনের খেলা। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন সিরিজ জয়ী ভারত দলকে। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের কীর্তি গড়া কোহলি ভাসছেন উচ্ছ¡াসে। ‘এই মুহূর্তে এই দলের হয়ে আমি যতটা গর্বিত এর আগের কোনো ভারত দলের হয়ে ততটা ছিলাম না।
আমি মনে করি, গত ১২ মাসে আমরা যে সংস্কৃতি গড়ে তুলতে পেরেছি তা অসাধারণ। আমি এই দলের সদস্য হতে পেরে গর্বিত।’ ভারতের একমাত্র ইনিংসে ১৯৩ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চেতেশ্বর পুজারা। সিরিজে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা এই টপ অর্ডার ব্যাটসম্যান জেতেন সিরিজ সেরার পুরস্কারও।