অস্ট্রেলিয়া টেস্ট দলে নেই লাবুশেন ও স্মিথ

1

স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোটেও ভালো ব্যাটিং করতে পারেননি টপঅর্ডার ব্যাটার মারনাস লাবুশেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাকে বিবেচনায় রাখেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিস। ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো লাবুশেনকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হলো। বার্বাডোসে আগামী ২৫ জুন শুরু হতে প্রথম টেস্ট। চূড়ান্ত একাদশ এবং ব্যাটিংঅর্ডার ম্যাচ শুরুর আগ মুহূর্তে ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, উসমান খাজার সঙ্গে ইনিংস ওপেন করবেন কনস্টাস।