অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও উপস্থাপক অ্যালান জোন্সকে আটক করা হয়েছে। তার নামে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার তদন্তের অংশ হিসেবে নিউ সাউথ ওয়েলস পুলিশের চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড সোমবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে সিডনির সার্কুলার এলাকায় তার অ্যাপার্টমেন্ট থেকে ওই উপস্থাপককে আটক করে।
২০০১ থেকে ২০১৯ সালের মধ্যে তার নামে বেশ কয়’টি যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্তের জন্য চলতি বছরের মার্চে একটি বিশেষ স্ট্রাইক ফোর্স গঠন করা হয়। ওই অভিযোগের বিষয়ে দীর্ঘমেয়াদি তদন্ত চলেছে বলে জানিয়েছেন এনএসডব্লিউ পুলিশ কমিশনার কারেন ওয়েব।
জোন্সের নামে ওঠা অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন।
পুলিশ কমিশনার বলেন, ভুক্তভোগীদের এখনই সামনে আসার এবং তাদের অভিজ্ঞতা জানানোর সঠিক সময়। পুলিশ জানায়, এ মামলার বিষয়ে আজ আরও তথ্য দেওয়া হবে। যৌন নির্যাতনের অভিযোগ সমাজের একটি গুরুতর সতর্কতা হিসেবে কাজ করে।