অসুস্থ সোলতান আহমদের পাশে বিএনপি নেতা নিয়াজ খান

0

নগরের ২৩নং ওয়ার্ড ধনিয়ালাপাড়ায় গত ৭ এপ্রিল বেলা ১২টায় অসুস্থ সোলতান আহমদকে দেখতে যায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এছাড়াও অসুস্থ আলি মেম্বারের সহধর্মিণী, লিটনের মা, যুবদল নেতা জনির মা, যুবদল নেতা জসিম ও জসিমের বাবা চান মো. সর্দারকেও দেখতে যান তিনি। নিয়াজ মোহাম্মদ খান সকলের সুস্থতা কামনা করেন এবং বলেন, বিএনপির নেতা-কর্মীরা সবসময় সব সমস্যায় মানুষের পাশে থাকে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে। রাষ্ট্র সংস্কারের ও মেরামতের ৩১ দফা আগামী বাংলাদেশ পরিচালনার সনদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মান্নান, মো. আলী সরদার, রফিকুল আলম, মো. ইলিয়াস, আবু তাহের, জনি হাসমত, ইসমাইল, আলমগীর, হাফেজ ও হাশেম। বিজ্ঞপ্তি