রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান চৌধুরী বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভোগছেন। তাঁর শারিরীক অসুস্থতার খবরে তাকে দেখতে গেলেন চন্দ্রঘোনা ক্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। গত বৃহস্পতিবার সকালে তাঁর নিজ বাসভবনে যান তিনি। এ সময় অসুস্থ খলিলুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং প্রয়োজনীয় বিভিন্ন রোগের পরামর্শ দেন। ডা. প্রবীর খিয়াং অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন এবং রোগের সেবায় সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদাসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ।