অসাম্প্রদায়িক রাউজান গড়তে কাজ করে যাব

1

শারদীয় দুর্গোৎসবের উত্তর রাউজানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং উত্তর জেলা বিএনপির আহব্বায়ক গোলাম আকবর খোন্দকার। এ সময় মন্ডপে আগত দর্শনার্থীদেরকে শারদীয় ও বিজয়া শুভেচ্ছা জানান তিনি।
দুর্গোৎসবের নবমী-দশমী তিথিতে উত্তর রাউজানের জনকল্যাণ পল্লী মঙ্গল সমিতির পূজা মন্ডপ, বাইন্না পুকুর রামকৃষ্ণ আশ্রম, বাদল মাস্টার বাড়ি, চৌধুরী বাড়ি, জলিল নগর জগন্নাথ বাড়ি আশ্রম, মুনসীর ঘাটা রাসবিহারী ধাম, প্রসন্ন প্রাইমারী স্কুলে মন্ডপ পরিদর্শন করেন তিনি।
মন্ডপ পরিদর্শনকালে তিনি দখলদার ও চাঁদাবাজমুক্ত এক অসাম্প্রদায়িক রাউজান গড়তে নিরলসভাবে কাজ করে যাওয়া অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তার সাথে ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ হালিম, সাবেক সহ সম্পাদক জসীম উদ্দিন সিকদার, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ শফি কমান্ডার, আহব্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, ডা. মনোরঞ্জন মুহুরী, মাস্টার দুলাল মল্লিক, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম, ইফতেখার উদ্দিন খাঁন, মুরাদুল আলম, সৈয়দ শাহনেওয়াজ, জি এম মোরশেদ, এইচ এম নুরুল হুদা, আওরঙ্গজেব সম্রাট, শামসুল হক বাবু, প্রদীপ শীল, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কমলেন্দু শীল, সাধারণ সম্পাদক বিপুল তালুকদার, রহিম উদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, শাহজান সাহিল, রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত হোসেন রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি