অসহায়দের প্রতি বিত্তবানদের দায়বদ্ধতা থাকা উচিত

115

 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও গৌরাঙ্গ নিকেতন’র চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নগরীর চান্দগাঁওস্থ মোহরায় গত ৩১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্যোক্তা বিশিষ্ট সমাজহিতৈষী শিল্পপতি সুকুমার চৌধুরী ও তরুণ সমাজসেবক অমিত চৌধুরী। এসময় গৌরাঙ্গ নিকেতন’র সদস্যগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, চান্দগাঁও থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ১ম দিনে মোহরা ওয়ার্ডের প্রায় দুই হাজার করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। কর্মসূচির উদ্বোধনকালে শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও সরকারি লকডাউনের ফলে খেটে খাওয়া দৈনিকভিত্তিক নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন ও দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে দিন মজুর, রিক্সা চালক, দৈনিকভিত্তিক গৃহকর্মী ও ভিক্ষুক শ্রেণীর মানুষ। তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিবারের সামাজিক সহায়তার ন্যায় এবারও এটি আমার ক্ষুদ্র চেষ্টা মাত্র। মানব কল্যাণই প্রকৃত ধর্ম। অসহায়দের সেবা করাই প্রকৃত মানবতার কাজ। মানব সেবার মধ্যদিয়ে শান্তি লাভ করা যায়। অবহেলিতের জন্য প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যম আয়ের বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সকলের সহযোগিতার হাত প্রসারিত করা দরকার। বিশ্বব্যাপী থমকে যাওয়া এই পরিস্থিতিতে দেশের প্রত্যেকে নিজেদের সাধ্যমত নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহন করে সমাজের স্বার্থে এগিয়ে আসুক। তিনি বলেন, এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম দফায় দফায় মহানগরীর প্রতিটি ওয়ার্ডে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। সমাজসেবক অমিত চৌধুরী বলেন, সমাজের সকল বিত্তবানদের এভাবে এগিয়ে এসে এসকল শ্রমজীবী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। যে যার অবস্থানে থেকে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলে কর্মহীন খেটে খাওয়া মানুষগুলো অনাহারে অর্ধাহারে থাকতে হবে না। তিনি বিতরণ কর্মসূচিতে অংশ নেয়া নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানান। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পংকজ চৌধুরী, অসীম চৌধুরী মিন্টু, অসিত চৌধুরী, সমীরন মলি­ক, সজল বৈদ্য, দিপংকর দেওয়ানজী, সবুজ বৈদ্য, সমর দেব, প্রদীপ সেন, পীযুষ চৌধুরী বসু, নিউটন কুমার মজুমদার, যীশু চৌধুরী, নিপু ভট্টাচার্য্য, মিশু চৌধুরী, একান্ত সেন অর্ঘ্য, প্রিয়তোষ বিশ্বাস, মিঠু চৌধুরী, বাসু চৌধুরী, আশীষ দাশ, তমাল চৌধুরী, রাজু চৌধুরী ও সমাজের সর্বস্তরের মানুষ। বিজ্ঞপ্তি