ভারতের হরিয়ানায় এক নারীর প্রায় ৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার একটি ষাঁড় খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। হরিয়ানার সিরসা এলাকার কালানাওয়ালিতে ঘটনাটি ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে। স্থানীয় জনকরাজ সাংবাদিকদের জানান, ১৯ অক্টোবর তার স্ত্রী ও পুত্রবধূ তরিতরকারি কাটার সময় একটি বোলে তাদের স্বর্ণালংকারগুলো খুলে রাখে, তারপর তরিতরকারির উচ্ছিষ্ট অংশ ওই বোলেই ফেলতে থাকে; একসময় বোলটি উচ্ছিষ্টে ভরে গেলে সেগুলো বোল উপুড় করে আবর্জনার ভাগাড়ে ফেলে দিয়ে আসে। পরে স্বর্ণালংকারের কথা মনে পড়ার পর আবর্জনার ভাগাড়ে খুঁজে সেগুলো আর পাওয়া যায়নি। ওই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি ষাঁড়কে ভাগাড় থেকে সব্জির উচ্ছিষ্টাংশ খেতে দেখা যায়। এরপর তারা এলাকায় খোঁজাখুঁজি করে ওই ষাঁড়টিকে ধরে নিয়ে আসেন আর একজন পশু চিকিৎসকে ডেকে আনেন। ওই পশু চিকিৎসকের পরামর্শে বাড়ির পাশে খোলা জায়গায় ষাঁড়টিকে বেঁধে খাবার খাওয়ানো হচ্ছে বলে জানান জনকরাজ।
“গোবরের সঙ্গে স্বর্ণগুলোও বের হয়ে আসবে আশায় ওকে খাওয়াচ্ছি আমরা,” বলেন তিনি। গোবরের মধ্যে সোনাগুলো পাওয়া না গেলে ষাঁড়টিকে একটি গোশালায় রেখে আসবেন বলে জানিয়েছেন জনকরাজ।