অসংখ্য নারী সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে বঞ্চিত : শামসুল আলম

1

চট্টগ্রাম মহানগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ‘এ’ ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক গতকাল রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম।
বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচির নারী-অধিকার সংক্রান্ত দফার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন, নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। পরিবারের নামে নয়, নারীর নামে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’, যাতে তিনি পরিবারের প্রকৃত অধিকারভোগী হতে পারেন। আজ দেশের অসংখ্য নারী সংসার চালাচ্ছেন সীমাহীন কষ্টে, কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে বঞ্চিত। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারীকে করুণা নয়, প্রকৃত সম্মান দেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এ.টি.এম ফরিদুল আলম, সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য এ.কে. খাঁন, বিশেষ অতিথি ছিলেন এম.আই চৌধুরী মামুন। বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা নারী-অধিকার, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মো. ইউনুছ, ইয়াকুব খান বাবু, মো. জাহেদ, ছৈয়দ তানভির, আসাদুর রহমান টিপু, আবদুল মান্নান, এম.জি আজম, আজাদ খান, নসরুল্লাহ নশু, শাহজাহান স্বপন, হাসান মুরাদ, এড. হেলাল, মাষ্টার রফিক, ডা. মো. বাবর, ঈসা সর্দার, ইউসুফ সর্দার, সাইফুজ্জামান রনি, এম.এ আজিজ, মাহাবুব আলম, আবদুল মাবুদ, এরশাদ আলম, দেলোয়ার হোসেন, মো. কামাল, হারুন অর রশিদ বাবুল, মো. মকবুল, মো. বাবলু, নজরুল ইসলাম, শাহাজাহান সর্দার, মতিন সওদাগর, মো. সোহেল শাহীন, মো. রিপন, মো. মানিক, আবু বক্কর, কবির আহাম্মদ, জহির, আযম, মো. মালেক, নজরুল ইসলাম মিয়াজী, বেলা মিয়াজী ও ইসমাইল গিয়াস। এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এম. এ হানিফ, ১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং মহিলা দলনেত্রী রেনুজা বেগম, মরিয়ম, জিন্নাত আরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি