বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্তাদেরও। সে কারণেই টোকিও অলিম্পিক শুরু হওয়ার পাঁচ মাস আগে তাদের সদস্য দেশগুলোর অলিম্পিক সংস্থার সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোন-আলোচনায় বসতে চাইছেন তাঁরা। মঙ্গলবারই সেই আলোচনা করতে পারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। যেখানে বিভিন্ন দেশের অলিম্পিক সংস্থা ও অ্যাথলেটদের সঙ্গে বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলবেন কর্তারা। করোনা-সংক্রমণ প্রতিরোধ করতে কী কী পদক্ষেপ করেছে আইওসি তা জানানোর পাশাপাশি ক্রীড়া সংস্থাগুলোও এই সংক্রান্ত প্রশ্ন করতে পারবে সেই বৈঠকে। টোকিও অলিম্পিকের আগে করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই একাধিক খেলা বাতিল হয়েছে বিশ্বে। যদিও শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, করোনাভাইরাসের প্রকোপ মহামারী হলেও নির্ধারিত সূচি মেনেই আসন্ন জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক।