অলিম্পিক আগামী বছরের জুলাইয়ে

17

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ সামাল দিতে খাবি খেয়ে যাচ্ছে বিশ্বের সব উন্নত রাষ্ট্রগুলো। এমন সময় বাতিল হচ্ছে আন্তর্জাতিক সব ক্রীড়াযজ্ঞ। সেই আবহেই এই বছরে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকে পড়েছে বেড়া। ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সামনেও করোনা যেনো এক ভয়ানক নাম, সংক্রমণ এড়াতে আর মৃত্যুমিছিল থামাতে অলিম্পিক আয়োজক কমিটি এই আসরের সময় পিছিয়ে আগামী বছর অর্থাৎ, ২০২১ সাল নাগাত স্থগিত করেছে। জোর গুঞ্জন উঠেছে আগামী বছরের জুলাইয়ে আয়োজিত হতে পারে টোকিও’র আসরটি। এমনই খবর প্রকাশিত হয়েছে জাপানের সংবাদমাধ্যমগুলিতে। ২৩ জুলাই ২০২১ থেকে শুরু হতে পারে অলিম্পিক।