অর্থ প্রতিমন্ত্রীর সাথে বিএডিসির নির্বাহী প্রকৌশলী সাক্ষাৎ

8

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএডিসি’র চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনী। গত শনিবার দুপুরে আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসতিয়াক ইমন, ছাবের আহমদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ কালে বিএডিসি’র চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনী আনোয়ারা কর্ণফুলীসহ চট্টগ্রাম জেলার বিএডিসির গৃহীত প্রকল্পসমূহের বিবরণ তুলে ধরেন, এসময় অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি এলাকার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি