চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইসিটি ক্লাস পরিচালনার জন্য ১০টি কম্পিউটার দিয়ে ল্যাব উদ্বোধন করেছেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ও শিল্পপতি তিন কড়ি চক্রবর্তী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইউনুচের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপ-সচিব দিলীপ কুমার চৌধুরী।
অ্যাড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান কুমার মিত্র, আলোচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী যথাক্রমে সিরাজুল মোস্তাফা, বিমল বিশ^াস, জাহাঙ্গীর মো. আবদুর রহমান, মো. মহিউদ্দীন, অ্যাড. সিদ্ধার্থ রক্ষিত, শিক্ষক দীপিকা চৌধুরী, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সরোয়ার ইসলাম বাবু, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে হাসিনা মোছফিকা মোতালিব, শামসুল হক, রঞ্জু বড়–য়া, ভগীরত সিকদার, শংকর কুমার, টিপলু দে, সুমন দে, ইভনুল হাসনাত ইভা, সাজু চৌধুরী, দিলীপ কুমার রায়, চন্দন কুমার ভট্টাচার্য্য, টিপু সোলতান, পংকজ কান্তি পাল প্রমুখ।